আন্তর্জাতিক সম্মেলনে “জুলাই অভ্যুত্থান” বিষয়ক সাতক্ষীরার আরিজ এর গবেষণাপত্রের সারসংক্ষেপ গৃহীত

আন্তর্জাতিক কনফারেন্সে সাতক্ষীরার আরিজ বিনতে হাবিবের ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক গবেষণাপত্রের সারসংক্ষেপ (Abstract) গৃহীত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গবেষণাপত্রের প্রেজেন্টেশন সেশনে জুলাই বিপ্লবের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র তুলে ধরেন আরিজ বিনতে হাবিব।

ঢাকা ভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ-এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক এ সম্মেলনে উপস্থিত ছিলেন কোস্টারিকা ইউনিভার্সিটি ফর পিস (UPEACE)
এর প্রফেসর এমিরেটাস ড. আমর আব্দুল্লাহ,
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুযোগ্য কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার, তুরস্ক এ.কে পার্টি’র সাবেক ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. ইয়াসিন আকতে, সিঙ্গাপুর নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি’র ড. মোঃ সাইদুল ইসলাম, আমেরিকান কূটনীতিক, ডিপার্টমেন্ট অব স্টেট জন ড্যানিলোভিচ,

এই জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মে নিজের গবেষণা তুলে ধরে জায়গা করে নেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী, লন্ডনের কিউএনএস (QNS) এর পরিচালক ড. আব্দুস সালাম আজাদী, সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, ঢাকা তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আজাদ, মাস্টার্স অফ “ল” (by research) ইউনিভার্সিটি টেকনোলজি মারা, শাহ আলম এর শিক্ষার্থী ‌ফুয়াদ মাহবুব, ফিনল্যান্ড প্রবাসী শামসুন্নাহার মলিসহ
আরিজ এর আব্বু- আম্মু আপনজনেরা।

আরিজ এর বাড়ি সাতক্ষীরা শ্যামনগর এর কাশিমাড়ি গ্রামে, আব্বু আম্মু দুজনই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

উল্লেখ্য যে, ‘দ্য লিগ্যাসি অব জুলাই রেভ্যুলেশন ২০২৪ : রিবিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের মূল লক্ষ্য হলো জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, একাডেমিক গবেষণাপত্র উপস্থাপন ও বিশ্লেষণমূলক আলোচনা এবং ‘বাংলাদেশ ২.০’ গঠনের দিকনির্দেশনা তৈরি। এ লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশ ও বিদেশের মোট ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশ নিয়েছিল।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *