ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

সাতক্ষীরা’র কলারোয়ায় শ্রীপতিপুরে শাপলা সিনেমা হলের পাশে একটি বাড়ি থেকে সাঈদ হোসেন টুটুল(২০) নামক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবকটি।

রবিবার সকালে প্রতিদিনের ন্যায় নিহতের পিতা সুমন ঘুম থেকে উঠে তাকে ডাকাডাকি করতে থাকে। ঘরের ভিতর থেকে কোন ধরনের সাঁড়া না পাওয়ায় প্রতিবেশীদের সহযোগিতা ঘরের দরজা ভেঙে দেখতে পান গলায় ফাঁস দিয়ে ঝুলছে টুটুল। স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত রশি কেটে নামানো হয় এবং গলায় ফাঁস দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানাযায়। নিহত সাঈদ হোসেন টুটুল পেশায় সে একজন ইজিবাইকের মিস্ত্রী ছিলো।

স্থানীয়রা আরো বলেন মৃত্যুর আগে সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলো – “বাবা ভাইয়েরা কারোর দোষ নাই মৃত্যুর জন্য, আমি নিজেই দায়ী। আমার জমানো টাকা দিয়ে কাফনের কাপড় কিনে মাটি দিও। সকলে ক্ষমা করে দিও।”

এবিষয়ে কলারোয়া থানার উপপরিদর্শক ( এস আই) মোঃ মিজানুর রহমান বলেন – খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিক সুরুতহাল শেষ লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে। এবিষয়ে কলারোয়া থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *