আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর।
রবিবার (২৭ জুলাই) দক্ষিণ কোরিয়ার গ্যাংওনদো প্রদেশের জুমুনজিন সমুদ্র সৈকতে মুসলিম কমিউনিটির আয়োজিত বাৎসরিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শহর থেকে বাসযোগে আগত প্রায় আট শতাধিক বাংলাদেশি প্রবাসীর অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন ছিল ইসলামি শিক্ষা, শিক্ষামূলক নাটিকা,ভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক বিনোদনের এক প্রাণবন্ত মিলনমেলা।
সফরের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর সম্প্রতি বাংলাদেশের ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সফরে প্রবাসী বাংলাদেশিরা দেশের বর্তমান প্রেক্ষাপটে তাঁদের ভোটাধিকার প্রয়োগের দাবি পুনর্ব্যক্ত করেন। এ প্রসঙ্গে কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াছির চৌধুরী বলেন, “দেশের নাগরিক হিসেবে আমরা প্রবাসে থেকে বৈধ পথে উপার্জিত অর্থ পাঠিয়ে যেমন অর্থনীতিকে সচল রেখেছি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকেও বিদায় দিতে প্রবাসীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। এবারও ভোটাধিকার আদায়ে প্রয়োজনে আমরা গণআন্দোলনের মত কর্মসূচিও নিতে প্রস্তুত।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া তাবলীগ জামাতের আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম মোল্লা, খাপ্পাই মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ইমাম মুফতি আরিফুল ইসলাম, হোয়াসাং বায়তুল ফালাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফরিদুল হাসান এবং কোরিয়া বাংলা প্রেসক্লাবের সভাপতি এম এইচ হানিফসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে মধ্যাহ্নভোজের পর প্রবাসীরা নানা খেলাধুলায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিল ফুটবল, দড়ি টানা, মুরগির লড়াই, মহিলাদের বালিশ খেলা এবং শিশুদের বেলুন ফাটানো প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনটি যেন সমুদ্রতীরে একখণ্ড বাংলাদেশকে ফিরিয়ে আনে।
দিনব্যাপী এ শিক্ষা সফরের সম্পূর্ণ আয়োজনে সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিউনিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
