সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা

জেলায় আজ ‘জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিশেষ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে. এম. মাহবুব কবির।
প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুর রহমান, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
