কলারোয়ায় প্রতারক মিতাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কলারোয়ায় মিতা আকতার নামের এক মহিলা প্রতারককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কাজীরহাট বাজারে প্রতারক মিতা আকতার (৩০) কে প্রতারনার অভিযোগে আটক করা হয়। সে তালা উপজেলার মহল্লা পাড়ার মৃত: মীর আব্দুল ফিরোজের কণ্যা।
প্রতারক দীর্ঘদিন যাবৎ কাজীরহাট এলাকায় প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পে সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামক ভূয়া এনজিও’র নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। বিষয়ি ভূক্তভোগীরা জানতে পেরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রতারকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪৪ ধারায় মিথ্যা বিজ্ঞাপন প্রকাশ করে ক্রেতা সাধারনকে প্রতারিত করার অপরাধে মিতা আকতারকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনায় সহায়ত করেন বেঞ্চ সহকারি হিসাবে আ. মান্নানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাগণ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *