কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় ব্রাকের আয়োজনে ও গ্লোবাল ফান্ড এর অর্থায়নে শ্রীপতিপুর উন্নয়ন পরিষদের হলরুমে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার সময় কলারোয়ার ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরার ব্যবস্থাপক সোহেল রানা’র সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।
এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, ফায়ার সার্ভিস স্টেশান অফিসার হুমায়ন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচির প্রোগ্রাম অফিসার সামিয়া সুলতানা, ফিল্ড অর্গানাইজার আনারুল ইসলাম, রেশমা খাতুন, মিঠুন কুমার বিশ্বাস।
দুই দিনব্যাপী এ কর্মশালায় ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১৭ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়, যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদের উপর গুরুত্বারোপ করা হয়।
