যশোরে ২ টি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

যশোরে ২ টি স্বর্ণের বারসহ জাহিদ মন্ডল (৩৬) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

বুধবার (৩০ জুলাই) ভোরে যশোর ঝিনাইদাহ মহাসড়কের চুড়ামনকাটি মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে এ স্বর্ণের বার সহ তাকে আটক কর হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক জাহিদ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার হান্নান মন্ডলের ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি,একজন পাচারকারি ঢাকা থেকে স্বর্ণের একটি চালান নিয়ে যশোর – বেনাপোল হয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।এসময় বিজিবির একটি টহল দল যশোর – ঝিনাইদাহ মহাসড়কের চুড়ামনকাটি মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদ মন্ডলকে আটক করে।পরে তার প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন ৪২০ গ্রাম) এবং সিজার মূল্য ৬১,৭৯,০৪২/-(একষট্রি লক্ষ উন আশি হাজার চল্লিশ) টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *