কলারোয়ায় নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ সভা

কলারোয়ায় নিরাপদ পানি সংগ্রহ-সংরক্ষণ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার ওপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্যা আরবান পুওর (ডাবলুএসইউপি) এর সহযোগিতা ও কলারোয়া পৌরসভা আয়োজিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বুধবার (৩০ জুলাই) কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শহরের স্বল্প আয়ের জনগণের ওয়াস সুবিধা দিয়ে জীবনমানের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পানি সংগ্রহ- সংরক্ষণ ও পানের উপায়, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা- এসব নানা বিষয় আলোচকবৃন্দ বিস্তারিতভাবে তুলে ধরেন। মুখ্য আলোচক ছিলেন ওয়াস কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা। আলোচনা করেন ওয়াস লিডার আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ খোরশেদ, ওয়াস ইঞ্জিনিয়ার নীরেন্দ্রনাথ রায়, ট্রেনিং স্পেশালিস্ট আকলিমা খাতুন, এইচআর ম্যানেজার শারমিন জাহান, ট্রেনিং অফিসার আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী এমরান আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌরসভার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *