বেত্রবতী হাইস্কুলে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক একাদিক কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) বেলা ১২টায় কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ে দেয়াললেখা প্রকাশ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর সোহেল, নবম শ্রেণির শিক্ষার্থী রিফাজ হোসেন ও জেরিন তাবাচ্ছুম মেধা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাদিমুল ইসলাম, সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত কর্মকার প্রমুখ। ইতোপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয় অঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
