কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমী’র হিফজ বিভাগের ক্লাস উদ্বোধন

কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমী’র হিফজ বিভাগের ক্লাস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ আগষ্ট) বিকালে ক্লাস উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমী’র চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলফা সফটওয়্যার এর এম.ডি মোঃ আমজাদ হোসেন, প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ইউনুছ আলী, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, বর্তমান অধ্যক্ষ মাওলানা ইমরান হোসাইন, সাবেক সেক্রেটারি জাহিদুর রহমান খাঁন চৌধুরী, হাসপাতাল জামে মসজিদের ইমাম শেখ তামিম হোসেন, বড়ালী ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. গোলাম রসুল, মাওলানা ওবায়দুর রহমান চন্দনপুরী, মাও আব্দুল আজিজ, মাও সাইফুল্লাহ, মোঃ সালাউদ্দিন,

 

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে বাংলা, ইংরেজি ও গণিতসহ একাডেমিক শিক্ষার পাশাপাশি কলারোয়া বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প্রেক্ষিতে আধুনিক শিক্ষা পদ্ধতিতে হিফয বিভাগের কার্যক্রম শুরু করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *