সাতক্ষীরা সদর পশ্চিম শিবিরের জিপিএ -৫ ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সদর পশ্চিম থানা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও প্রতিটি স্কুলের সিঙ্গেল ডিজিটধারী শিক্ষার্থীদের সংবর্ধনার প্রদান করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টায়
কুশখালী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম রুমে -এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সদর পশ্চিম থানার সভাপতি মো. আল মুজাহিদের সভাপতিত্বে ও সদর পশ্চিম থানার সেক্রেটারি মো. খালিদ হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা জোন তত্ত্বাবধায়ক জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও খুলনা জোন তত্ত্বাবধায়ক ছাত্রনেতা নোমান হোসেন নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা সভাপতি আল মামুন,জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা শহীদ হাসান,সাতক্ষীরা শহর শিবিরের বিজ্ঞান সম্পাদক ডা. মনিরুল ইসলাম, সাতক্ষীরা শহর শিবিরের সোস্যাল মিডিয়া সম্পাদক ও সদর পশ্চিম থানার তত্ত্বাবধায়ক হা. ওয়ালীউল্লাহ, কুশখালী ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী গোলাম রসুল শাহী,কুশখালী ইউনিয়ন জমায়াতের সেক্রেটারি ও কুশখালী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা প্রভাষক মাও. মো. আনারুল ইসলাম,সাতক্ষীরা শহর শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ,কুশখালী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর পশ্চিম থানার অফিস সম্পাদক খালিদ হোসেন, প্রকাশনা সম্পাদক ইকরামুল হোসেন, অর্থ সম্পাদক আবির মাহমুদ, সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন, এইচ আর ডি সম্পাদক ফুয়াদ হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সেচ্ছাসেবকের দায়িত্ব সহ সার্বিক দায়িত্ব পালন করেন সদর পশ্চিম থানার সাথী ও কর্মীরা,বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অভিভাবকবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *