সাংবাদিক জাহিদুল ইসলামের উপর হামলা করেছে সাবেক এমপি হাবিবের ভাগ্নে রোমেল

অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর স্টাফ রিপোর্টার ও দৈনিক রূপান্তর এর কলারোয়া উপজেলা সংবাদদাতা মোঃ জাহিদুল ইসলামের উপর অতর্কিত ভাবে হামলা করে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে খালেদ মন্জুর রোমেল।

তার এই হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” পরিবার।

 

উল্লেখ্য যে, কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল কলারোয়া রিপোর্টার্স ক্লাব কক্ষে প্রবেশ করেই চড়াও হন সাংবাদিক জাহিদুলের ওপর। অভিযোগ রয়েছে, রোমেল সাংবাদিক জাহিদুলকে প্রশ্ন করেন—“সে কেন তাকে দেখে উঠে দাঁড়ায়নি এবং সালাম দেয়নি।” এরপরই রোমেল জাহিদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করে এবং জাহিদের হাতে থাকা মোবাইল রোমেল কেড়ে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়।

এ ব্যাপারে থানায় একটা জিডি হয়েছে



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *