কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

আজ কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ আগষ্ট)উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রেড ক্রিসেন্টের সভাপতি মোঃ জহুরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, উপজেলা রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ মিজানুর রহমান, সহকারী দলনেতা-২ শেখ মাহমুদুল হাসান, বিভাগীয় প্রধান (আইসিটি) মোঃ মাসুদ রেজা, বিভাগীয় উপ-প্রধান সুপ্রসাদ দত্ত, এসএম আনাম, নোশাইবা শারমিলি, আবু জহির, আনিকা তাহসিন, সঞ্জু, শান্ত, মোহনা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের আলোকে কলারোয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে ৫৩ সদস্য বিশিষ্ট রেড ক্রিসেন্ট দল গঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নামে পৃথক রেড ক্রিসেন্ট হিসাব খোলা এবং স্ব-অর্থায়নে গঠিত ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি মোঃ জহুরুল ইসলাম গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং রেড ক্রিসেন্ট সদস্যদের আরও সক্রিয়ভাবে কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
সভা শেষে কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে দলনেতা মোঃ মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
