সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত
কমিউনিটি অ্যাকশন মিটিংয়ে উঠে এলো সেবার মানোন্নয়নে প্রস্তাব

বৃহস্পতিবার (১৪ আগষ্ট ২০২৫) বিকাল ৪টায় ‘সনাক-টিআইবি’র সহায়তায় কাটিয়া নবনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
এসিজি’র সমন্বয়ক মোঃ মামুনার রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি সহসমন্বয়ক তাহেরা পারভীন হিরা। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক ভারতেশ^রী বিশ^াস, সনাক সহ-সভাপতি মোঃ ইয়াছীন সিদ্দীকী, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই আল-আমিন, ইয়েস সদস্য মোঃ সানজিদ, শুসংকর, আলফাজ, ফাতেমা, নুরুন্নাহার এবং সেবাগ্রহীতা রানী খাতুন, রেহেনা খাতুন, হাফিজা সুলতানা, রাখি খাতুন, মিতালী খাতুন, রুমি খাতুন, আশা খাতুন প্রমূখ।
সভায় এসিজিকর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব; সময়মত ডাক্তার না পাওয়া এবং যথাযথ সেবা না পাওয়া; হাসপাতালের বহিঃবিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া; টিকিট ও ওষুধ কাউন্টার ও ডাক্তার রোগী দেখার সময়ে সঠিক সিরিয়াল এবং নারী ও পুরুষের আলাদা লাইন সঠিকভাবে না মানা; দালালের দ্বারা রোগী প্রতারিত হওয়াসহ বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়।
এছাড়াও পরীক্ষার জন্য বাইরের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো; ডাক্তার ও নার্সদের রোগীর সাথে অসৌজন্যমূলক আচরণ করা; হাসপাতালের খাবার মান ভালো করা ইত্যাদি সমস্যাসমূহ সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসবিজ্ঞপ্তি
