কলারোয়ায় বিএনপি নেতা রফিকুল ইসলামের ইন্তেকাল

কলারোয়ার হেলাতলা ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতা ও দীর্ঘদিনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম(৬৭) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ব্রজবাকসা। পিতার নাম মৃত হোসেন আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাতক্ষীরা থেকে মরদেহ তাঁর নিজ বাড়ি বজ্রবাকসা গ্রামে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ। বৃহস্পতিবার রাতে এশার নামাজ শেষে বজ্রবাকসা সংলগ্ন ইসলামপুর মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিপুলসংখ্যক মুসল্লি শরিক হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
