শার্শায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শায় ৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ লুৎফর রহমান (৬৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
রবিবার (১৭ আগষ্ট) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে শার্শা থানাধীন টেংরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে টেংরা গ্রামের মৃত কাশের আলী সরদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষে খাটের নিজ থেকে সাদা বস্তায় লুকায়িত অবস্থায় দুই কেজির দুটি টুপলায় মোট ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ পূর্বক তাকে আটক করেন।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


