শিক্ষককে লাঞ্ছিত 

সাতক্ষীরায় বিএনপি-ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে বিদ্যালয়ে ঢুকে পিটিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত বিএনপি-ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আজারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিত প্রভাষক শামসুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রশনি আক্তার ও নবম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার প্রমুখ। উল্লেখ্য, রোববার সকালে বিদ্যালয়ে ঢুকে লোহার রড, লাঠি ও পাইপ দিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে জনসম্মুখে টেনে নিয়ে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপি ছাত্রদল নেতারা। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শাহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম আক্তার মন্টু, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *