আল-কোরআনের ক্যালিগ্রাফির উপর শেখ মুজিবের ছবি টাঙ্গানোর প্রতিবাদে প্রশাসনের কাছে ছাত্র জনতার তিন দফা দাবি

কলারোয়া উপজেলা চত্বরে কালেমার ক্যালিগ্রাফির উপর শেখ মুজিবের ছবি লাগিয়ে পুষ্পমাল্য দেওয়ায় সোমবার(১৮ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাধারণ ছাত্র-জনতার ৩ দফা দাবি পেশ।

১। জেলা প্রশাসন কে আপনি অবগত করেননি যে আপনার উপজেলা চত্বরে শেখ মুজিবের মোরাল আছে এবং আপনিও সেটাও ভাঙেননি। গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের কাছে আগে থেকেই তথ্য ছিল এমন ঘটনা (মুজিবের পোস্টার লাগিয়ে ফুল দেয়া) ঘটতে পারে। কিন্তু আপনি কোনো ব্যবস্থা নেননি আপনার উপজেলা চত্বরে নিয়োজিত সিকিউরিটি গার্ড কোন প্রকার ব্যবস্থা নেয়নি এবং ঘটনার দিনে আপনি ছুটিতে ছিলেন। এজন্য উক্ত ঘটনার পুরো দায়ভার আপনাকে নিতে হবে।

২। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার উদ্যোগে এবং আপনার খরচে আমাদের উপস্থিতিতে উপজেলা পরিষদের শেখ মুজিবের মোরাল ভেঙে গুড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে (ওখানে জুলাই স্মৃতিফলক নির্মাণ করা যেতে পারে) এবং কলারোয়া উপজেলার ভিতরে যে সকল প্রতিষ্ঠানে শেখ মুজিবের মোরাল আছে। আপনি সে সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দিবেন যেন তারা ভেঙে ফেলে।

৩। যারা শেখ মুজিবের মোরালে পুষ্পমাল্য দিয়েছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যারা আমাদেরকে হুমকি দিচ্ছে (আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী) যারা ফিজিক্যালি বা অনলাইনে তৎপরতা চালাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের উদ্দেশ্য সাধারণ ছাত্র -জনতা বলেন-
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনি আমাদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় ছাত্রজনতা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট উপলক্ষে গভীর রাতে কলারোয়া উপজেলা চত্বরে আল-কুরআনের ক্যালিগ্রাফির উপর শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে পুষ্পমাল্য দেয় কতিপয় কিছু আওয়ামীলীগ নেতাকর্মী। এ ঘটনায় কলারোয়ার সাধারণ ছাত-জনতার মাঝে ক্ষোভের ঝড় ওঠে এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা ম্যুরালের কিছু অংশ ভেঙ্গে ফেলে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *