আশাশুনিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ব্যান্ড পার্টি সহ একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে-আলম সরোয়ার লিটন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা। সিনিঃ যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল ও সদস্য সচিব আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলনেতা খালিদ হোসেন সুমন,রেজাউল ইসলাম রেজা,এ্যাড.জিয়াউর রহমান জিয়া,মাসুম বিল্লাহ,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ,সাজিনুর রহমান সাজু,নাজমুল শাহাদাৎ ও সদস্য আবুল কালাম।
বক্তারা বলেন,১৭ বছর ধরে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। সরকার পতনের পর যখন দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে তখন একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। তাই ফেব্রুয়ারীর নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি
বিতরণ করা হয়।
