কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় শিক্ষায় গুণগত মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রম, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া, এসএসসি/সমমান পরীক্ষা ‘২৫ এর ফলাফল পর্যালোচনাসহ নানা বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রাধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিগার সুলতানা চম্পা, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার মাওলানা ওসমান গনি, মাদরাসা সুপার আ.সাত্তার, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মাদরাসা সুপার মুজিবর রহমান, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, মাদরাসা সুপার নুরুল ইসলাম, মাদরাসা সুপার আবু মোনায়েম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)সিরাজুল ইসলাম, সুপার(ভারপ্রাপ্ত)মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আকতার হোসেন, সহকারী প্রধান শিক্ষক শফিউদ্দিন, ক্রীড়া শিক্ষক জামিলা খানম, মাহফুজা খানম, আ.মান্নান, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, তজিবুর রহমান, সিরাজুল ইসলাম, স্বপন চৌধুরী, আ.গফুর, সেলিম হোসেন, মুকুল হোসেন, মুন্তাজুল ইসলাম প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় প্রতিষ্ঠান প্রধানসহ উপস্থিত শিক্ষকমন্ডলীরা শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারি নির্দেশনা মেনে আন্তরিকতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর দৃঢ় অঙ্গীকার করেন। সভায় আগামী ১সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য প্রাক-নির্বাচনী পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত প্রশ্নপত্রে অভিন্ন রুটিনে নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে গ্রীষ্মকালীন ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা নির্দিষ্ট ভেন্যুতে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের জন্য বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *