খরাইল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ঐতিহাসিক সমাবেশ, নতুন কমিটি গঠন

সাতক্ষীরার তালায় অমুসলিম সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় ইসলামকাটি ইউনিয়নের খরাইল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাস্টার বিকাশ চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাস্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাংবাদিক নাজমুল হক খান, প্রভাষক অরুণ কুমার, মনোরঞ্জন কুমার ব্যানার্জি, সুজিত কুমার সরদার, ননিগোপাল মন্ডল, ডা. দিলীপ কুমার বিশ্বাস, মেম্বার অসীম কুমার, মেম্বার আবদুল হাকিম, বিশ্বনাথ ব্যানার্জি, ডা. হাবিবুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, প্রশান্ত কুমার, মাস্টার মশাররফ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মাস্টার বিকাশ চন্দ্র রায়কে সভাপতি করে ১৩ সদস্যের একটি অমুসলিম কমিটি গঠন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা করতালির মাধ্যমে কমিটিকে সমর্থন জানান।
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন-
ইনশাআল্লাহ, মাজলুম জনতার বিজয় হবেই। জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমেই ভোটের রায়ে বিজয় নিশ্চিত হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *