খুলনায় আল্লামা সাঈদী’র ওপর নির্মিত ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শনী

খুলনা মহানগরীর দৌলতপুরে শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত কেন্দ্রীয় নেতা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী’র ওপর নির্মিত ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বুধবার(২০ আগষ্ট) দিবাগত রাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশে কুরআনের তাফসির করেছেন। তার অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তার রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামি আদর্শে উজ্জীবিত হচ্ছেন।
দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমির মু. মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীরের সঞ্চালনায় প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ও খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, আড়ংঘাটা থানা আমির মুনাওয়ার আনসারী, খুলনা মহানগরী ব্যবসায়ী থানার সেক্রেটারি এস এম আজিজুর রহমান স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, আড়ংঘাটা থানা সেক্রেটারি ফিরোজ আহম্মেদ তুহিন ও সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী প্রমুখ।
