বাঁকশা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় শিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাঁকশা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন শাখার আয়োজনে অত্র মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, বিপ্লব পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি, বিশেষ কোনো ঘটনা, ব্যক্তিগত অভিমত, শহীদের স্মৃতি বিষয়ের উপর লেখা আহ্বান করা হয়। পরে বিশেষজ্ঞ প্যানেল দ্বারা নির্বাচিত তিন জন লেখককে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন বলেন ছাত্ররা দেশকে স্বাধীন করেছে, সেই ছাত্রদেরই দেশগঠনে এগিয়ে আসতে হবে। ছাত্রদের কাজ শুধু আন্দোলন করা মিছিল মিটিং করা নয় বরং রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিজেদের নৈতিকতা ও পরিপূর্ণ শিক্ষা লাভের মাধ্যমে গড়ে তোলা।
উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ রমিজুল ইসলাম। উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ইকরামুল হোসেন, বর্তমান সভাপতি মোঃ মেহেদী হাসান সহ আরো দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ছাত্রশিবিরের ইউনিয়ন সেক্রেটারি মোঃ সজিব হাসান।
উক্ত অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
