সাতক্ষীরার ৫টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকায় মানববন্ধন

সাতক্ষীরা জেলার ৫টি সংসদীয় আসন পুনর্বহাল করার দাবিতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। যদি ৫টি আসন পুনর্বহাল করা সম্ভব না হয়, তবে পূর্বের ৪টি আসনের সীমানা অনুযায়ী পুনরায় আসন নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নূরুল আবছার মুরতাজা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ্যাড.আব্দুস সোবহান মুকুল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু ।
আজ শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘ঢাকাস্থ সাতক্ষীরা জেলাবাসী’র উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার জনসংখ্যা ও ভোটার সংখ্যা বাড়লেও সংসদীয় আসন ৫টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে, যা জেলার মানুষের প্রতি অবিচার এবং তাদের রাজনৈতিক অধিকার হরণের শামিল। এটি সাতক্ষীরার উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।
তারা ঐক্যবদ্ধভাবে দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাতক্ষীরার ৫টি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে পুরোনো সীমানা বহাল রেখে ৪টি আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সাতক্ষীরার জনগণের রাজনৈতিক অধিকার হরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।”
কর্মসূচি শেষে দলমত নির্বিশেষে সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *