ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মুজাহিদুল মোড়ল (২৫) ও যাত্রী রিনা খাতুন (৪৭) নিহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রুস্তম আলী খান (৬৪) এবং হাফিজ (৪০) মারা যান। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছে এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। পরে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই খুলনা সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরপরই পিকআপচালক ও হেলপার পালিয়ে গেছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *