কাকডাঙ্গা মাদ্রাসায় শিবিরের জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কলারোয়ার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ আগষ্ট) দুপুর ১২ টায় কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, বিপ্লব পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি, বিশেষ কোনো ঘটনা, ব্যক্তিগত অভিমত, শহীদের স্মৃতি বিষয়ের উপর মৌখিক প্রশ্ন করা হয়। পরে বিশেষজ্ঞ প্যানেল দ্বারা নির্বাচিত তিন জন বিজয়ী কে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ।
উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ রমিজুল ইসলাম,কলারোয়া পশ্চিম শাখার সেক্রেটারি মোঃ আবু রায়হান।আরও উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ ইকরামুল হোসেন, বর্তমান সভাপতি মোঃ মেহেদী হাসান সহ আরো অনেক দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ছাত্রশিবিরের ইউনিয়ন সেক্রেটারি মোঃ সজিব হাসান।
উক্ত কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


