ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

কলারোয়ায় ভাষা সৈনিক ও কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১২তম মৃত্যুবার্ষিকী পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক নেতা আলহাজ্ব ইউনুছ আলী , শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন , প্রধান শিক্ষক আব্দুল আলিম , শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম আব্দুল করিম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, প্রাক্তন সহঃ প্রধান শিক্ষক আসাদুজ্জামান , শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির কর্মকর্তা শামসুর রহমান লাল্টু, ইব্রাহীম হোসেন, ও অফিস সহকারী আব্দুল জলিল প্রমুখ।
সভায় আগামী ৩১ আগষ্ট প্রয়াত শেখ আমানুল্লাহ ১২ তম মৃত্যুবার্ষিকীতে সকাল ১০ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ মৃত্যুবরণ করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *