বেনাপোলে ‘উন্নয়ন ও দারিদ্র সেবা’র উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা

গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও ভারতের ইছামতি নদী দিয়ে উজানের পানি প্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) দিনভর বেনাপোল পৌরসভা ‘উন্নয়ন ও দারিদ্র সেবা’ কমিটির উদ্যোগে গয়ড়া এলাকায় এ ত্রান সহায়তা প্রদান করা হয়। এসময় বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
মাওলানা আজিজুর রহমান বলেন, আমরা হাতে হাত রেখে থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা কোনো বক্তব্য দিতে আসিনি। এসেছি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, পৌর জামায়াতের সভাপতি মাওলানা রিয়াসাত আলী,
বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল দুদু মিয়া,ওয়ার্ড সভাপতি ওসমান গনি প্রমুখ।
