আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান,মোবাইল কোর্টে ২ জনের জেল

সাতক্ষীরার আশাশুনিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দু’জনকে জেল ও জরিমানা এবং ৩ জনকে গ্রেফতার করে থানায় সোপর্ধ করা হয়েছে।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন ও এসআই জেসমিন আরা এর নেতৃত্বে সোমবার(১ সেপ্টেম্বর)অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
অভিযান চলাকালে গোয়ালডাঙ্গা গ্রামের আতিয়ার গাজীর ছেলে আমিরুল গাজী(৪০)এর চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোবাইল কোর্টে তাকে তিন মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়। বড়দল খ্রিস্টান পাড়ার মৃত লালু দাসের মেয়ে কাকলি ঢালির বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বড়দল গ্রামের মৃত আমজাদ ঢালীর ছেলে মহাব্বত ঢালীকে ৪১ পিস ইয়াবা সহ,মৃত রাজ্জাক সরদারের ছেলে মিন্টু সরদারকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও ফজলু গাজীর ছেলে রবিউল ইসলাম গাজীকে ৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সাজাপ্রাপ্ত ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়। এরিপোর্ট লেখা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জেসমিন আরা জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *