শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরের শার্শা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত, প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার সকাল ১০টায় সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংসদ মফিকুল হাসান তৃপ্তি ; উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু।

এ সময় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর নিজ হাতে এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন। অনেক চরায়, উৎরায় হাটি, হাটি পা, পা করে আজ সংগ্রাম, ঐতিহ্য, গৌরবময় ৪৭ বছর অতিক্রম করছে।

তিনি উপলব্ধি করেছিলেন, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, দেশ ও জাতির রক্ষায় এই দলটি এক সময় অপরিসীম ও অপরিহার্য হয়ে উঠবে। সেই মহান নেতার সেই কথা বাস্তবে গত ১৭ বৎসরে দেশ ও জাতি হারে, হারে বুঝতে পেরেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা শাসন আমলে দেশবাসী কতটা গুম, খুন ও নির্যাতনে শিকার হয়েছে, তাই এই দলটির কোন বিকল্প নাই।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইদুর জামান, কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র সহ সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মুস্তাফিজজোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা। ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, আল মামুন বাবলু, সবুজ হাসান, মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব, মুন্তাসিম আজিম সাগর, আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের ওয়াছিউদ্দিন জিন্নাহ, শার্শা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির অংগ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বেনাপোল প্রতিনিধি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *