কলারোয়া’র আলাইপুরে রাস্তার বেহাল অবস্থা, চলাচলে ভোগান্তি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর আহাদ আলীর বাড়ী হতে খোর্দ্দ অভিমুখি রাস্তাটি বেহাল অবস্থা। প্রতিদিন বৃষ্টির কারণে এ জনবহুল রাস্তায় ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান সহ সকল যানবহনে চলাচল করা অত্যান্ত ঝুকিপূর্ন হয়ে গিয়েছে। এ রাস্তাটি কলারোয়া হতে খোর্দ্দ এবং খোর্দ্দ হতে যশোর যাতায়াতের একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারি যানবাহন যাতায়াত করে। যা খুবই জনগুরুত্বপূর্ণ রাস্তা এটি। বর্তমান বর্ষা মৌসুম হওয়ায় ছোট বড় খানা খন্দকে পরিণত হওয়ায় অত্যন্ত ঝুকি নিয়ে যাতায়াত করতে হয় মানুষের । মাঝে মধ্যে ইজিবাইক উল্টে যেতে দেখা যায়। এই রাস্তার পাশে কয়েক টি প্রাইমারী স্কুল রয়েছে। ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের জীবনের ঝুকি নিয়ে স্কুলে যেতে হয়। এ রাস্তাটি সংস্কার করা অত্যান্ত জরুরি বলে মনে করেন রাস্তাটি দিয়ে চলাচল করা মানুষেরা। এই রাস্তা দিয়ে চলাচলা করা সাধারেণ মানুষের মুখে নানান রকম বিরুপ মন্তব্য করতে শোনা যায়। এ ছাড়া এই গুরুত্বপুর্ণ রাস্তার পাশে পুকুর ও জলাশয় থাকার কারণে রাস্তাটি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাচ্ছে যার কারণে আরো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
এ বিষয় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন কে জানতে চাইলে তিনি বলেন, দ্রুত এই রাস্তা সংস্থারের কাজ শুরু হবে।যথা সম্ভাব এই মাসে কাজ শুরু হবে বলে আশা করা যায়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *