সাতক্ষীরা’য় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক হামলার অভিযোগে, হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার(৩ রা সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদ।

সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান এর সভাপতিত্বে সাতক্ষীরা জেলা কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেট মোড় ঘুরে জেলা কার্যালয় সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা গণঅধিকার পরিষদের নেতা ও জেলা সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবুর রহমান, যুব অধিকার পরিষদের জেলার সাবেক সিনিয়র সভাপতি সোহাগ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন, যুব অধিকার পরিষদের সদর উপজেলা সভাপতি মাওলানা শাহিনুর রহমান, যুব অধিকার পরিষদের নেতা খাইরুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সহ: সভাপতি রায়হান সরদার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।
যারা এই বর্বারোচিত হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা আরো বলেন জাতীয় পার্টি সহ ১৪ দল কে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনভাবে মেনে নেওয়া হবে না।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *