আশাশুনির শ্রীকলসে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চাম্পাফুল জয়ী

আশাশুনি সদরের শ্রীকলস যুব স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রীকলস বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় চম্পাফুল ফুটবল একাদশ বনাম গুনাকরকাটি ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে মীমাংসিত হয়। এতে চম্পাফুল ফুটবল একাদশ ৪-২ গোলে,গুনাকরকাটি ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করার গৌরব অর্জন করে। খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান। এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান,সমাজ সেবক ডাক্তার বিল্লাল হোসেন,আশাশুনি প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক,সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুমন আলী,সাধারণ সম্পাদক সেলিম রেজা,শ্রমিক দলের সহ-সভাপতি মিজানুর রহমান,মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা সাকিবুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন উত্তম কুমার মন্ডল,ইমরান হোসেন ও দেব প্রসাদ মন্ডল। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। আগামী ৮ই সেপ্টেম্বর সোমবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আশাশুনি যুব স্পোটিং ক্লাব বনাম কাপষান্ডা প্রভাতী যুব সংঘ অংশগ্রহণ করবে। এবং ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয়ী দল অংশগ্রহণ করবে। ##



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *