কলারোয়ায় জামায়াতের ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আজ বৃহস্পতিবার(৪ঠা সেপ্টেম্বর) বিকাল ০৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পেশাজীবী ইউনিটের সভাপতি অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক মোঃ হাফিজুর রহমান , সহকারি অধ্যাপক মোঃ মহিদুর রহমান,অধ্যক্ষ মোঃ আব্দুল বারী, প্রভাষক মশিউর রহমান, মাস্টার মোঃ ফজর আলী, মোহাম্মদ আনারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের করণীয় এবং সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলতার গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে দিক-নির্দেশনা লাভ করেন।
