যশোরে ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের কোতোয়ালী থানার রাজারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২২৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটককৃত পাচারকারী হলেন, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার পোদমদি গ্রামের সোহেল শেখের ছেলে বাদশা শেখ (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানার রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২২৫ গ্রাম।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। রাজবাড়ি এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের রাজারহাট হয়ে সাতক্ষীরা গমন করছিল। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা। স্বর্ণসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *