ঝিকরগাছার শংকরপুরে জামায়াতের কর্মী সম্মেলন

ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ইসলামী রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানান বক্তারা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় কুলবাড়ীয়া- শংকরপুর ঈদগা ময়দান প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৫/২ ঝিকরগাছা-চৌগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলে উদ্দীন ফরিদ।
তিনি বলেন,ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি কর্মীকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও একনিষ্ঠতার মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের পথ সুগম হবে।
এ সময় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে বলে তিনি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুনর রশিদ, সেক্রেটারী নজরুল ইসলাম খাঁন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান,হাফেজ রেজাউল ইসলাম,শংকরপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জামিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন।
এ সময় উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী মেহেদী হাসান,প্রচার সম্পাদক সাজু আহম্মেদ, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আহসানউল্লাহ জিহাদী, কাজী আনোয়ার হুসাইন সহ প্রমুখ। ।
