ইসলামী আন্দোলনের উর্বর ক্ষেত্র আজকের বাংলাদেশ – উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাছারী ব্রিজ এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে, যার অন্যতম দৃষ্টান্ত ডাকসু ও জাকসু নির্বাচন।”

বিশেষ অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, “আটুলিয়ার সকল জনশক্তিকে কুরআনের আলোকে আগামীর রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী সেক্রেটারি সাঈদী হাসান বুলবুল ও উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান।

এসময় ইউনিয়নের শুরা ও কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড ও বিভাগীয় দায়িত্বশীলসহ আটুলিয়ার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আলী মূর্তজা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *