ফিংড়ী’তে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ঈদগাহ ময়দানে এ সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। ফিংড়ী ইউনিয়ন জামায়াতে আমীর মুহা. শাহিন উজ জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুম্মান আলীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা সদর-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম।
এছাড়াও মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আশরাফুজ্জামান আজাদী এবং দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শামিম রেজা সিদ্দিকি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর, সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আনিসুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।


