কেঁড়াগাছিতে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু
কলারোয়া উপজেলার কেঁড়াগাছি মোঃ এরফান (২) বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি কেঁড়াগাছি তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরফান কেঁড়াগাছি গ্রামের মোঃ ইকরামুল খাঁ এর ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে শিশু এরফান খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ছোট ডোবার পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাকে মৃত উদ্ধার করা হয় ।
উক্ত ঘটনায় এলাকায় এলাকায় এক কান্নার রোল পড়ে যায়।


