সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ জাবির ব্লাড ডোনার কালেক্টিং ক্যাম্প- ২০২৫ অনুষ্ঠিত
সাতক্ষীরা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ —
“এক ফোটা রক্ত, এক জীবন মুক্ত”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো শহীদ জাবির ব্লাড ডোনার কালেক্টিং ক্যাম্প ২০২৫।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি কলেজের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে সভাপতিত্ব করেন কলেজ শাখা শিবিরের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এবং সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন।
উদ্বোধনী বক্তব্যে মুহা. আল মামুন বলেন,রক্তদান একটি মহৎ কাজ। এই উদ্যোগ শুধু মানুষের জীবন বাঁচায় না, সমাজে সহানুভূতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের নিয়েই কাজ করে এবং আগামীতে শিক্ষার্থীদের পালস বুঝেই সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করবে। দেশ ও মানবতার কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় আপামর ছাত্র জনতার পাশে থাকবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা শহর শাখার দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, এবং আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ আতিক মুজাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উৎসাহ লক্ষ্য করা গেছে। ক্যাম্পে রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই রক্তদান কর্মসূচি শিবিরের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


