দক্ষিণ কোরিয়ার ডাকসু নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
 
            
                     
                        
       		দক্ষিণ কোরিয়ার ডাকসু নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটির ফারান মানসে মার্কেটের কাস্টমার সাপোর্ট সেন্টারে ৪র্থ তলায় প্রবাসী ঐক্য পরিষদ, দক্ষিণ কোরিয়ার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এমআই ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি ইয়াছির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সহ-সভাপতি মনির হোসাইন, গাসসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোর্শেদ ভূইয়া, কোরিয়া মুসলিম কমিউনিটির সাবেক সভাপতি ইব্রাহিম বিন ইদ্রিস, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং কোরিয়া মুসলিম কমিউনিটির নির্বাহী সদস্য মোঃ মোকলেছুর রহমান রিপন সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার দেশের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিলো। তবে ডাকসু নির্বাচন একটি নতুন বার্তা দিয়েছে। শিক্ষার্থীরা চাইলে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারে। তাদের মতে, এই নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, বরং পুরো বাংলাদেশে গণতন্ত্রে ফেরার পথ উম্মোচনে এক বড় ভূমিকা পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতের আন্দোলনে যে ভূমিকা ছিল, ২৪শে জুলাইতে যে ভূমিকা ছিল, ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশে গণতন্ত্র চর্চার জন্য সমান ভূমিকা রাখবে বলে বক্তারা আশা ব্যাক্ত করেন।
আয়োজকরা আরো জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গণতন্ত্রচর্চা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের মতামত তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।



 
	