বাগআঁচড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যশোরের শার্শায় উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃ মাদ্রাসা ও স্কুল পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’কে হারিয়ে চাম্পিয়ন হয় সেতাই মাধ্যমিক বিদ্যালয়।

বৃহস্প্রতিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

তারা বলেন, মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সংগে যুক্ত হতে হবে। তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন বাবু।

 এ সময় শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, জামাল হোসেন,  তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, বিএনপি নেতা আলম হোমেন, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী, জামায়াত নেতা নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *