বাগআঁচড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যশোরের শার্শায় উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃ মাদ্রাসা ও স্কুল পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’কে হারিয়ে চাম্পিয়ন হয় সেতাই মাধ্যমিক বিদ্যালয়।
বৃহস্প্রতিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
তারা বলেন, মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সংগে যুক্ত হতে হবে। তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন বাবু।
এ সময় শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, জামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, বিএনপি নেতা আলম হোমেন, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী, জামায়াত নেতা নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
