আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, “আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই, ইনশাআল্লাহ”। ৩৬শে জুলাই এর প্রথম ভোট ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে হোক।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের মদনপুর বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,“আপনারা যদি দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিন। আমাদের দলের কেউ দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,”আপনারা সব রাজনৈতিক দলকে দেখেছেন। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবো।
তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন—সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজয়েত আলী।সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামির চেয়ারম্যান পদপ্রার্থী আফতাব উদ্দিন । তালা উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা মাহফিজুল্লাহ। সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী সহ প্রমুখ।
উল্লেখ্য তিনি আজ শুক্রবার সারাদিন তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকাল থেকে তিনি উপজেলার বড়বিলা, কাশিপুর, তৈলকপি, যুগী পুকুর এবং সন্ধ্যার মদনপুর বাজারে নির্বাচনি পথসভায় বক্তৃতা করেন।
আগামী সোমবার দিনে জালালপুর এবং মাদরা এলাকায় নির্বাচনি পথসভায় রাখবেন।


