সাতক্ষীরায় জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ শনিবার (২০ আগস্ট) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন এবং পৌর শাখার সভাপতি মাও মনিরুল ইসলাম ফারুকী’র যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওঃ কাজী আবু হুরাইয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,অধ্যাপক ওমর ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন মাওঃ ওসমান গণি এবং খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওঃ আ.ন.ম আব্দুর কুদ্দুসসহ অন্যান্য উলামা ও সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাউন্সিলে ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন ও সম্প্রদায়ের কল্যাণে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সাতক্ষীরা জেলার কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারী ইমামদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ব্যক্তিকে ফ্রি ওমরা সহ তিনজনকে পুরস্কৃত করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *