দেয়াড়া দাখিল মাাদ্রাসার নির্বাচনে  ভোটার তালিকায় গরমিল, ইউএনও বরাবর দরখাস্ত

‎কলারোয়ার দেয়াড়া দাখিল মাাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে নতুন ও পুরাতন গেজেট এবং ভোটার তালিকায় গরমিল, নির্বাচনে প্রক্রিয়ায় বিভিন্ন বিষয় অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয় অভিভাবক সদস্যরা   ইউএনও বরাবর  দরখাস্ত  করেছেন। ২০/৯/২৫ তারিখ বেলা ২ টার সময়  কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এই অভিযোগ পত্র দাখিল করেন।অভিযোগ কারিগণ অভিযোগ পত্রে  ভোটার তালিকায় এক ছাত্র ছাত্রীর নাম কয়েক জায়গায় উঠানো, এবং নতুন পুরাতন গেজেট নিয়ম অনুসারে না হওয়া এ বিষয় অভিযোগ পত্রে উল্লেখ করেন। এ ছাড়া ছাত্র- ছাত্রীসহ অভিভাবকদের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় দেখা যাচ্ছে।তাদের মধ্যে আধিকাংশ অভিভাবক মনে করেন সব কিছু ঠিক করে পুঃরায় নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচন দেওয়া সকলের জন্য ভালো হবে। না হলে বিশৃঙ্খলা হতে পারে বলে তাঁরা মনে করেন।
‎এ বিষয়  উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পত্রের বিষয় নিশ্চিত করেন এবং তদন্ত করে সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *