বাংলাদেশ বি কিপার্স এসোসিয়েশন এর সেক্রেটারি মোঃ এবাদুল্লাহ আফজাল এপিমন্ডিয়ার উদ্দেশ্যে রওনা
বাংলাদেশ বি কিপার্স এসোসিয়েশন এর সেক্রেটারি কলারোয়ার কৃতি সন্তান মোঃ এবাদুল্লাহ আফজাল এপিমন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি কলারোয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য যে, Apimondia হলো আন্তর্জাতিক মৌমাছি পালন সংস্থা (International Federation of Beekeepers’ Associations) যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী মৌমাছি, মৌপালন এবং মৌচাষ সম্পর্কিত গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় করা। ইহার সদর দপ্তর ইতালির রোমে।


