মাগুরায় অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র পথসভা ও মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালা উপজেলা মাগুরা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) বিকাল ৫ টায় মাদরা হাইস্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। গরীব-দুঃখী, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার কাজ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, মাগুরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা মাদরা ওয়ার্ড সভাপতি বাবু পরিতোষ মন্ডল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাস করে। আমরা সবাই মিলে তালা-কলারোয়ায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।”
সভা পরিচালনা করেন মাগুরাডাঙ্গা ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল্লাহ খান।
অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ ভোটার এবং সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পথসভাকে সফল করে তোলে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় অমুসলিমদের মাঝে ছাগল বিতরন করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *