BSPMR “ইয়াং ফিজিয়াট্রিস্ট অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন কলারোয়ার কৃতি সন্তান ডাঃ শামীম ফরহাদ

বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR) “ইয়াং ফিজিয়াট্রিস্ট অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামীম ফরহাদ।
১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে তিন দিন ব্যাপি বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR) এর দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন সম্মেলনে এ পুরস্কারে ভূষিত করা হয় সরকারি কর্মচারী হাসপাতালের এই চিকিৎসককে।

পুরস্কারটি ৪০ বছরের কম বয়সী বা বিশেষজ্ঞ হিসেবে পাঁচ বছরের কম সময় প্র্যাকটিস করা চিকিৎসকদের মধ্যে নির্বাচিত করা হয়। বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে গবেষণা, একাডেমিক প্রকাশনা, শিক্ষামূলক কার্যক্রম, সোসাইটিতে অবদান এবং সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হয়।

ডা. শামীম ফরহাদের চারটি আন্তর্জাতিক গবেষণা নিবন্ধ, ফিজিক্যাল মেডিসিন বিষয়ে চারটি বই এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তিনটি প্রকাশনা রয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পরে ২০২৩ সালের জুলাই সেশনে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

সম্মেলনে আরও দুটি পুরস্কার প্রদান করা হয়, যার মাঝে Icon of Physical Medicine Award 2025 অর্জন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মঈনুজ্জামান খান, এবং Emerging Physiatrist Award 2025 অর্জন করেন কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা নেওয়াজ ।

রাজধানীর শহীদ আবু সায়িদ কনভেনশন সেন্টারে আয়োজিত BSPMRCON 2025 সম্মেলনের সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামা ফিজিয়াট্রিস্ট, চিকিৎসক ও গবেষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *