আদালতের রায় কার্যকর হলেও থামেনি জমি নিয়ে বিরোধ, প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র। তিনি হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহর শ্বশুর ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আব্দুল জলিলের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আদালতের নির্দেশে প্রশাসন ঢাকঢোল পিটিয়ে হাফিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৭৯ শতক জমির দখল বুঝিয়ে দেয়। বুধবার সকালে সেই জমিতে খুঁটি পোতা নিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় বিরোধ বাঁধে। এক পর্যায়ে সংঘর্ষে আহত হন আব্দুল মান্নান। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল মান্নানের ভাগ্নে ইকরামুল (৪০) আহত হন।

নিহতের বোন রাশিদা খাতুন, চাচাতো ভাই উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আব্দুল জলিল ও আবুল খায়ের অভিযোগ করে বলেন, হাফিজুল ইসলাম এক জায়গার জমি কিনলেও ভিন্ন স্থানের জমি রেকর্ড করে নেয়। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। বুধবার সকালে বাঁশের খুঁটি পোতা নিয়ে কথা কাটাকাটির সময় হাফিজুল ও তার লোকজনের আঘাতেই মান্নানের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানসুরা (৪৮)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

হাসপাতাল চত্বরে নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা থানার এসআই নাসির জানান, জমি বিরোধের ঘটনায় মারামারিতেই তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বাপ্পি কুমার দাস বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট প্রয়োজন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আটক স্বামী-স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *