কালিগঞ্জে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ ফুল তলা মোড় থেকে মিছিলটি বের হয়। এর আগে কালিগঞ্জ ফুল তলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা জামায়াতে সূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা কাজী মুজাহিদ আলম, কালিগঞ্জ জামায়াতেইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মোঃ মিজানুর রহমান, কালিগঞ্জ জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী,
কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলাম সহ স্থানীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য বলেন যে পাঁচ দফা দাবি জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম—নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।


